Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

1.     পানিয় জলের নলকূপ/রিংওয়েল/কুয়া স্থাপন এস,এস,টি পুকুর পাড়ে বালির ফিল্টার, বৃষ্টির পানি সংরক্ষণ করা।

2.     খাবার পানি/নলকূপের পানি আর্সেনিক মুক্ত কিনা তাহা পরীক্ষা করা।

3.     পানির আয়রন/লবন/আর্সেনিকের মাত্রা পরীক্ষা ও নির্ণয় করা।

4.     নলকূপ রক্ষণা বেক্ষন ও মেরামত করা/পরামর্শ প্রদান করা।

5.     নলকূপের রক্ষণাবেক্ষনের উপর তত্তাবধায়কগণকে প্রশিক্ষনের ব্যবস্থা করা।

6.     নলকূপের গোড়া পাকা ও পরিস্কার পরিচ্ছনা রাখার উপর পরামর্শ প্রদান করা।

7.     ডি.পি.এইচ.ই কর্তৃক প্রদত্ত নলকূপ তত্তবধায়নগণদের মধ্যে রেঞ্জ বিতরণ ও প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়া।

8.     স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহারে জনগণকে সচেতন করে গড়ে তোলা।

9.     কম খরচে কি করে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপন করা যায় সে সম্পর্কে পরামর্শ প্রদান করা।

10.   রিংস­াব ল্যাট্রিনের উৎপানকারী ব্যবসা প্রতিষ্ঠানকে কারিগরি পরামর্শ ও লেবারদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

11.   পরিবেশ ও ব্যক্তি স্বাস্থ্য পরিচর্যার উপর সচেতনা সৃষ্টি করা।

12.   রিং-স্লাবের ল্যাট্রিন তৈরি ও সরবরাহ করা।

13.   প্রাকৃতিক দূর্যোগের সময় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নেওয়ার পরামর্শ ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও বি­চিং পাউডার সরবরাহের ব্যবস্থা করা হয়।

14.   বন্যার সময় জিআই শর্ট পিচ পাইপ দ্বারা নলকূপ উচূ করনের ব্যবস্থা নেওয়া হয়।

15.   মলমূত্র ও আবর্জনা নির্ধারিত স্থানে রাখার ব্যবস্থা ও পরামর্শ প্রদান করা হয়।

16.   বন্যা কবলিত এলাকায় আশ্রায়ন প্রকল্পে উচু প­াট ফর্মযুক্ত নলকূপ ও কমিউনিটি ল্যাট্রিন স্থাপন করা হয়।